বাংলাদেশে ঢুকে বিএসএফের বর্বরতা: জৈন্তাপুরে গুলি করে যুবককে হত্যা, সাতক্ষীরায় হামলা

BSF guliনিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে ঢুকে বিএসএফের বর্বরতা অব্যাহত রয়েছে। সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। মো. জমির উদ্দিন (২২) নামের ওই যুবক উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বাইরাখেল হর্নি ময়না বস্তি গ্রামের ফরিদ মিয়ার ছেলে। বুধবার সকাল ৭টায় ১২৯৯ নম্বর সীমান্ত পিলারের ২০ গজ ভিতরে  এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায় বুধবার সকালে গরু চরানোর জন্য সীমান্তের কাছে গেলে হঠাৎ জমিরকে লক্ষ করে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক জমির উদ্দিন। জৈন্তাপুরের নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্তাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক জমির উদ্দিনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। কি কারণে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বাংলাদেশের ভেতর থেকে তার মরদেহ উদ্বার করেছে। এ ব্যাপারে বিজিবি লালাখাল ফাঁড়ির নায়েব সুবেদার ইসমাইল আলী মুঠোফোনে জানান,  বাংলাদেশের অভ্যন্তরে ২০ গজের ভেতরেই নিহত জমিরের লাশ পাওয়া গেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাতক্ষীরায় গ্রামবাসীদের উপর বিএসএফের হামলা:
সাতক্ষীরা সীমান্তে আন্তর্জাতিক সীমান লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করে গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোর সাড়ে ৫টায় সাতক্ষীর কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে এঘটনা ঘটে। বিএসএফের এই হামলায় ৫ বাংলাদেশী আহত হয়েছে। আহতরা হলেন- গোয়ালপাড়ার জিয়াদ আলীর ছেলে শরীফুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তারের ছেলে রিপন হোসেন (২৫), শামীম মোল্লার ছেলে গোলাম রসুল (৩০), আবুল কাশেমের ছেলে রিপন হোসেন (৩০) ও আফতাব মোল্লার ছেলে রুহুল আমিন (৩৫)।  আহতরা জানান, ভোরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপ নগর থানার গোবরা ৭৬ ব্যাটালিয়ন বিএসএফর ক্যাম্প সদস্যরা ভারতীয় গরু চোরাকারবারিদের ধাওয়া দেয়। এসময় মেইন পিলার ১৭ পাশ দিয়ে সাতক্ষীরার গোয়ালপাড়ায় প্রবেশ করে ৫ জন বিএসএফ সদস্য। পরে তারা গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এক পর্যায় গ্রামবাসীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আন্তর্জাতিক সীমানা লংঘন করে বাংলাদেশে প্রবেশ করার প্রতিবাদ জানিয় চিঠি পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email