শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

হামলা প্রতিরোধ বাংলাদেশি জাহাজের গতিবিধি নজরদারিতে রাখতে চায় ভারতঃ দ্য হিন্দু

0001নিউজ ডেস্ক : আরেকটি মুম্বাই হামলা (২৬/১১ হামলা) প্রতিরোধ করতে হলে বাংলাদেশ ছেড়ে আসা কার্গো জাহাজের গতিবিধির ওপর নজরদারি করা দরকার বলে মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনীর ন্যাভাল অফিসার ইন চার্জ (পশ্চিম বঙ্গ) কমোডোর রবি আহলুওয়ালিয়া। এক প্রতিবদনে এমনটি জানিয়েছে দ্য হিন্দু।

আহলুওয়ালিয়া বৃহ¯পতিবার বলেন, মুম্বাই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি আরও বলেন, একটি সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, রিভার সি ভেসেল (আরএসভি) ক্যাটাগরির জাহাজ বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করে। ওই জাহাজে ট্রান্সপোন্ডার থাকে না। বাংলাদেশী এসব জাহাজে এ ধরণের নজরদারিমূলক ব্যবস্থা রাখার হবে বলে তিনি আশাবাদী কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌ স্বার্থ সুরক্ষার জন্য এ ব্যবস্থা থাকতে হবে।

তিনি বলেন, ট্রান্সপোন্ডার স্থাপন করাটা প্রয়োজনীয় একটি বিষয়। এ দাবি মেনেও নেয়া হয়েছে, এটি অবশ্যই ঘটবে। নৌ স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার থাকতেই হবে। অন্যথায় আপনি মুম্বই হামলার মত আরেকটি হামলা প্রত্যক্ষ করবেন আবারও।
প্রসঙ্গত, বাংলাদেশের হেমনগর চেকপয়েন্ট থেকে রওনা হয়ে উজানের দিকে যায় অনেক জাহাজ। এসব জাহাজ পরে কলকাতার হুগলিতে দেখা যায়।