এবার সিপিবির সেলিম ও ওয়ার্কার্স পার্টির বাদশাকে হত্যার হুমকি

selim-cpbনিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম ও  রাজশাহী সদর আসনের এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে।
‘মিশন জিহাদ’এর নায়েবে আমির পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিন ই-মেইলে (uddinnizam456@yahoo.com.au) হত্যার হুমকি দেন বলে জানান মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে মেইল চেক করতে গিয়ে তিনি ওই মেইলটি দেখেন। তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরি করবেন।
সিপিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে ই-মেইলটি আসে। সঙ্গে একটি মোবাইল নম্বরও (০১৭৪৭২৩৩০৭০) ছিলো।
হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকি প্রদানকারীকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানায় সিপিবি।

এদিকে, রাজশাহী সদর আসনের এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

হুমকি দেওয়া ওই বার্তায় ফজলে হোসেন বাদশা ও তার দলের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ঘটনায় রাকিন আবসার অর্ণব নামে ছাত্রমৈত্রীর এক কর্মী নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

অর্ণব জানান, দুপুর ১টা ৩১ মিনিটে মোবাইল ফোনে ০১৭২৩-৮০৯০৭১ নম্বর থেকে ম্যাসেজ পাঠানো হয়। তাতে বলা হয়, ‘বাদশা গ্যাং বি প্রিপার্ড।’
এমপি ফজলে হোসেন বাদশা জানান, এমন বার্তা তার ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের জন্য হুমকি বলে তিনি মনে করেন।

Print Friendly, PDF & Email