বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

0নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার বাদ ফজর থেকে আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জুমার নামাজের খুতবা দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়। নামাজ শুরু হয় ১টা ৪০ মিনিটে। ওই নামাজের ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। দুপুর ১২টার দিকে ইজতেমার পুরো ময়দান পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জুমার নামাজের পর একজন মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।

ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী অ্যাডভোকটে আকম মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।

ইজতেমার মূল প্যান্ডেলের ভিতরে এবার ১৬টি জেলার ২৯টি খিত্তা থাকায় জেলা ওয়ারি মুসল্লিরা অনেক জায়গা পেয়েছেন। ফলে মূল প্যান্ডেলে ভিড় পূর্বের তুলনায় এবার কম।

শুক্রবার বাদ ফজর তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বী ভারতের হযরত মাওলানা আবদুর রহমান উর্দূতে আম বয়ান করেন।
ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকার ইবাদত বন্দেগিতে টঙ্গী এখন এক পবিত্র পুর্ণভূমিতে পরিণত হয়েছে। আয়োজকদের ধারণা, আনুমানিক ৫ লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

Print Friendly, PDF & Email