আখেরি মোনাজাতে তুরাগতীরে লাখো মুসল্লি

0002নিজস্ব প্রতিনিধি: আখেরি মোনাজাতে রবিবার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। মোনাজাতে অংশ নিতে গাজীপুর টঙ্গীর তুরাগতীরে ভোররাত থেকে মুসল্লিরা ছুটেছেন।

বেলা ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এই মোনাজাত হবে। ভারতের মাওলানা মুহাম্মদ সাদ এই মোনাজাত পরিচালনা করবেন।

এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকে ভারতের মাওলানা সাদ হেদায়তী বয়ান করছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আজ বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

তীব্র শীতকে উপেক্ষা করে ভোররাত থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় কেউ কেউ রিকশা দিয়ে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।

মোনাজাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন-আর রশিদ জানান, মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ৫০০০’র বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email