• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আল কায়দা-আইএস সংশ্লিষ্টতা নেই সেই ২৬ বাংলাদেশীর

0নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৬ বাংলাদেশীর সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দা ও আইএসের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া  সেন্টারে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মনিরুল ইসলাম বলেন, তারা আনসারুল্লাহ বাংলাটিমের মতাদর্শে বিশ্বাসী। এই ২৬ জন সিঙ্গাপুরের অ্যাম্পুডিয়া নামে একটি মসজিদে প্রায়ই একত্রিত হতো। জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন করার অভিযোগে ২০১৫ সালে ২৭ বাংলাদেশীকে আটক করে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এদের মধ্যে ২৬ জনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email