শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

৭০ শতাংশ করারোপের দাবি সিগারেটসহ অন্যান্য তামাকদ্রব্যের ওপর

139769_1নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাজেটে সিগারেট, বিড়ি, জর্দা ও গুলসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ করারোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।

মঙ্গলবার (আজ) সকালে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন অফিসের সামনে করা মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনগুলো।

ঢাকাসহ ৬৪টি জেলায় তামাকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করে- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশেন, প্রজ্ঞাসহ বিভিন্ন সংগঠন।

মানবন্ধন শেষে তাদের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কাছে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবিগুলো হলো- ‘‘সিগারেটের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিল করে প্যাকেটপ্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ কর নির্ধারণ, গুল-জর্দার ক্ষেত্রেও ৭০ শতাংশ ট্যাক্স আরোপ, বিড়ির ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু প্রথা তুলে দিয়ে প্যাকেটপ্রতি ৪০ শতাংশ করারোপ”।

মানবন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর নেতারাও।