আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
৭০ শতাংশ করারোপের দাবি সিগারেটসহ অন্যান্য তামাকদ্রব্যের ওপর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাজেটে সিগারেট, বিড়ি, জর্দা ও গুলসহ সব ধরনের তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ করারোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।
মঙ্গলবার (আজ) সকালে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন অফিসের সামনে করা মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনগুলো।
ঢাকাসহ ৬৪টি জেলায় তামাকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করে- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশেন, প্রজ্ঞাসহ বিভিন্ন সংগঠন।
তাদের দাবিগুলো হলো- ‘‘সিগারেটের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিল করে প্যাকেটপ্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ কর নির্ধারণ, গুল-জর্দার ক্ষেত্রেও ৭০ শতাংশ ট্যাক্স আরোপ, বিড়ির ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু প্রথা তুলে দিয়ে প্যাকেটপ্রতি ৪০ শতাংশ করারোপ”।
মানবন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর নেতারাও।