• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌযান চলাচল ব্যাহত, ঘাটে যানজট

2016_06_14_11_06_13_u4h9NlBKVLJ3o1iOmdN3p071LQXS30_originalমাদারীপুর, দেশনিউজ.নেট : গত দুই দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করায় উত্তাল রয়েছে পদ্মা নদী। ফলে নৌযান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে বলে কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে।

পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগায় কাওড়াকান্দি ঘাটে দেখা দিয়েছে যানজট।

মঙ্গলবার সকালে পারাপারের অপেক্ষায় কমপক্ষে দেড়শতাধিক পণ্যবাহী পরিবহন ঘাটে আটকে আছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ায় পদ্মা উত্তাল রয়েছে। ফলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ফেরিগুলো চলাচল করলেও স্বাভাবিকের চেয়ে সময় কিছুটা বেশি লাগায় যানজট দেখা দিয়েছে কাওড়াকান্দি ঘাটে।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও লঞ্চগুলোকে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাছাড়া লঞ্চগুলোতে জীবন রক্ষাকারী সরঞ্জাম বয়া, লাইফ জ্যাকেটেরও স্বল্পতা রয়েছে। স্পিডবোটগুলোও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে চলাচল করছে বলে কাওড়াকান্দি ঘাটের একাধিক সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের পরিদর্শক এএসএম মাহমুদ জানান, অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি ভিত্তিহীন। তাছাড়া সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত রয়েছে লঞ্চগুলোর মনিটরিং এ। ফলে জীবন রক্ষাকারী সরঞ্জাম না রেখে উপায় নেই।

Print Friendly, PDF & Email