• শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভারতে আটক ফারুক ত্রিশালে প্রিজন ভ্যানে হামলাকারী

asadujaman-khan-kamalনিজস্ব প্রতিবেদক :  কলকাতায় আটক হওয়া ৬ জঙ্গির মধ্যে তিনজন বাংলাদেশি। এই তিনজনের মধ্যে একজন ২০১৪ সালের ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পুলিশ কনস্টেবলকে হত্যা করে পালিয়ে যাওয়া মোস্ট ওয়ান্টেড ফারুক হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে স্বারাষ্ট্রমন্ত্রণালয়ে নিজ কক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা সদস্যের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা যতটুকু জেনেছি ৩ বাংলাদেশির মধ্যে ফারুক নামে একজন রয়েছেন। সে মোস্ট ওয়ান্টেড ও পুরস্কারঘোষিত জঙ্গি। যতটুকু জেনেছি সে-ই ধরা পড়েছে। তবে অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু জানা যায়নি।’

তিনি বলেন, ‘যদি মোস্ট ওয়ান্টেড সেই ফারুক হয়, তবে সেটি আমাদের জন্য ভালো খবর। ভারতের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে যে, আমাদের কেউ ওখানে ধরা পড়লে আমাদের ফেরত দিবে।’

উল্লেখ্য, সোমবার (২৬ সেপ্টেম্বর) আসাম ও পশ্চিমবঙ্গ থেকে ৬ জনকে আটক করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Print Friendly, PDF & Email