ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
রমজানে যেসব কাজ বর্জনীয়
রমজান মাসে রোজাদারের উচিত কিছু বিষয় বেশি করা আর কিছু বিষয় বর্জন করা। জেনে নিন রমজানে কোন কাজগুলো বেশি করা উচিত আর কোন কাজগুলো বর্জন করা উচিত।
করনীয় বিষয় :বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এমন একটি আমল যা সব জিকিরের চেয়ে উত্তম জিকির। বেশি বেশি তাহাজ্জদ নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ পড়া। বেশি বেশি জিকির করা। বেশি বেশি তওবা করা।
বর্জনীয় বিষয় :
দৃষ্টিকে হেফাজত করা।
জবানকে হেফাজত করা।
মিথ্যা, পরনিন্দকারী, বেহুদা কথাবার্তা, গীবত, অশ্লীল কথাবার্তা, ঝগড়া-বিবাদ ইত্যাদি সবকিছুই এগুলোর অন্তর্ভুক্ত।
শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে হেফাজত করা।