ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
হজ মওসুমে জেদ্দায় কনসার্টে আসছেন মার্কিন পপ গায়িকা
- ৪ জুলাই, ২০১৯
নিউজ ডেস্ক: শুরু হচ্ছে হজ্ব মওসুম। পৃথিবীর নানা প্রান্তের হজ্বযাত্রীরা পবিত্র হজ্ব পালনের জন্য অত্যন্ত আবেগ নিয়ে, আল্লাহর ভয়ে, অশ্রুসিক্ত নয়নে, লাব্বাইক লাব্বাইক ধ্বনি তুলে, গুনাহ মাফের আশায় ছুটছেন পবিত্র নগরীর পানে। আর তখনই পবিত্র মক্কার অদূরে জেদ্দায় আয়োজন চলছে উদ্দাম গায়িকার উদ্বাহু পপ সংগীতের।
আগামী ১৮ জুলাই জেদ্দায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালে অনেক গায়ক-গায়িকার মাঝে প্রধান আকর্ষণ, অশ্লীল অঙ্গভঙ্গির নায়িকা ও যৌন আবেদনময়ী গায়িকা নিকি মিনাজ।