শিরোনাম :

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কড্ডা এলাকার পাওয়ার প্ল্যান্টের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

php glass

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লেবু মিয়া বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কড্ডা এলাকার পাওয়ার প্ল্যান্টের পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর। যুবকটির পরনে ছাই রঙের টিশার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে। তার গলায় ও বুকে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রেখে পালিয়ে গেছে।

ksrm


এসআই লেবু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।