শিরোনাম :

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

প্রবাসী শামীম মানসুরের পরিবারকে মুনার আর্থিক সহায়তা

আহমেদ ফয়সাল (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র) ।।


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (MUNA) ওয়েষ্ট জোন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সদ্য প্রয়াত লস্ এন্জেলেস প্রবাসী বাংলাদেশী মরহুম শামীম মানসুরের অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয় । এ সময় মুনার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুনা ওয়েষ্ট জোন সেক্রেটারী আশরাফ হোসেন আকবর, মুনা ওয়েষ্ট জোন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের ডিরেক্টর ও লস্ এন্জেলেস চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সেক্রেটারী শামসুল আরেফিন হাসিব, সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের টিম মেম্বার আব্দুল মালেক, মোহাম্মাদ আবু জাফর সিদ্দিকী, মরহুম শামীম মানসুরের প্রতিবেশী ও মুনার এস্যোসিয়েট মেম্বার আবু বকর সিদ্দীক কালাম এবং নিলুফার ইয়াসমিন প্রমুখ।

উল্লেখ্য প্রবাসী মরহুম শামীম মানসুরের পরিবারকে ইতিপূর্বে কমিউনিটির পক্ষ থেকে ১৪৪০ ডলার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমিউনিটি মেম্বার শামিম মানসুরের কবরের জন্য ইসলামিক মর্চুয়ারি কতৃপক্ষের নিকটে তিন হাজার ডলারের চেক প্রদান করে। আর আজ মুনা ওয়েস্ট জোন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে তার পরিবারকে ১ হাজার ডলার প্রদান করা হয়।

এছাড়া মুনার পক্ষ থেকে মরহুমের পরিবারকে ইংলিশ এবং স্প্যানিশ ভাষার কুরআন উপহার হিসাবে দেওয়া হয়। এসময় মরহুমের পরিবারবর্গ শামীম মানসুর এর লাশ দাফনে সহায়তা করার জন্য বাংলাদেশী কমিউনিটিকে ধন্যবাদ জানান।