শিরোনাম :

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

নভেম্বরে হত্যার শিকার হয়েছে ১৭৩ জন

নিউজ ডেস্ক |

২০১৯ সালের নভেম্বর মাসে ১৭৩ জন হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। তারা জানিয়েছে, এর মধ্যে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন।

কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও জনসংযোগ) জাহানারা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা-উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সহযোগিতায় এই প্রতিবেদন করা হয়। জরিপের মাধ্যমে জানা গেছে, ২০১৯ সালের নভেম্বর মাসে সারাদেশে মোট হত্যাকান্ড সংঘটিত হয় ১৭৩টি।

তারা জানায়, এ ধরনের হত্যাকান্ড অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নভেম্বর মাসে গড়ে প্রতিদিন হত্যাকান্ড ঘটে পাঁচটি। আইনপ্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে।

নিহত ১৭৩ জনের মধ্যে ৩ জন যৌতুকের কারণে, পারিবারিক সহিংসতায় ২৫ জন, সামাজিক সহিংসতায় ৩৯ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১৭ জন, বিএসএফের হাতে পাঁচজন, চিকিৎসকের অবহেলায় চারজন, অপহরণ করে হত্যা ৯ জন, গুপ্তহত্যা ছয়জন, রহস্যজনক মৃত্যু ২৩ জন, ধর্ষণের পর হত্যা পাঁচজন, এসিড নিক্ষেপে একজন।