ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত ৩
নিউজ ডেস্ক |
সৌদি আরবের মদীনা থেকে দুইশ’ কিলোমিটার দূরে আল হামিনাহ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার পাঁচ বাংলাদেশি নিজেদের প্রাইভেট গাড়ীতে করে মদীনা থেকে জেদ্দা যাওয়ার সময় স্থানীয় সময় রাত ৮টার দিকে আল হামিনাহ নামক স্থানে এই দুর্ঘটনার শিকার হন। এসময় আহত হয়েছেন আরও তিন জন।
বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার প্রথম সচিব (স্থানীয়) কে এম সালাহ উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত এবং আহতদের পরিচয় প্রকাশ করেছেন।
নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বন্দর ঝাউতলা গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ফাহিম, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বাজুরবাগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ।
আহতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, আলম এর ছেলে মতিউর রহমান এবং হারুজ মিয়ার ছেলে সেলিম। আহতরা আল হামিনাহ এবং কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট হতাহতদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় আইনি পরামর্শ ও সহায়তার দেয়ার কথা জানিয়েছে।
							
    
												  	
																						
									
                    
										
										
										
										
										
										
										
										
										
										