শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বুধবার সোনাগাজীতে আজহারীর মাহফিল অনিশ্চিত

ফেনী প্রতিনিধি |

ফেনীর সোনাগাজীতে ২২ জানুয়ারি বুধবার অনুষ্ঠেয় ওয়াজ মাহফিলে আলোচিত বক্তা ড. মিজানুর রহমান আজহারী যাচ্ছেন না। প্রশাসন মাহফিলের অনুমতি না দেওয়ায় তিনি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে শেষ মূহুর্ত পর্যন্ত অনুমতি মিললে তিনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন বলে উদ্যোক্তাদের জানিয়েছেন। মাহফিলের আয়োজকরা দেশনিউ.নেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২২ জানুয়ারি বুধবার সোনাগাজীর ৮ নং আমিরাবাদ ইউনিয়নের সফরপুরস্থ হাফেজী মাদ্রাসার আয়োজনে এ মাহফিল হওয়ার কথা। গত বছরও এই মাহফিলে মিজানুর রহমান আজহারী গিয়েছিলেন। তখন অনুমতির প্রয়োজন হয়নি। এবার আয়োজকরা জেলা প্রশাসক বরাবর অনুমতি চাইলে তা সোনাগাজী থানায় পাঠানো হয়। থানার ওসি পাঠান এসপির কাছে। আয়োজকরা এসপির সঙ্গে সাক্ষাৎ করলে তিনি নিষেধ করে দেন। এসপির ভাষ্য হচ্ছে- সোনাগাজীর বিভিন্ন মহল থেকে আজহারীর আগমনে আপত্তি জানিয়ে কয়েকটি আবেদন করা হয়েছে। বলা হয়েছে ওই মাহফিলে জামায়াতের পক্ষে শোডাউন করা হবে।

এ দিকে মাহফিলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কয়েক লক্ষ টাকা ব্যয়েরপর মাহফিল অনিশ্চিত হয় পড়ায় আয়োজকরা বিপাকে পড়েছেন। আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জহিরুল আলমও আয়োজকদেরসঙ্গে এসপির কাছে গিয়েছিলেন। তাতেও কাজ হয়নি। ফেনীর সরকার দলীয় এমপি নিজাম হাজারীর সম্মতি থাকলেও এ নিয়ে প্রশাসনের সঙ্গে দেন-দরবার না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।