শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এ পর্যন্ত ৩০ জন চলে গেলেন

করোনায় ডা. তানজিলা রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেরিস্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডা. তানজিলা রহমানের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. তানজিলা রহমান রাজধানীর শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পড়ালেখা সম্পন্ন করেন। তিনি ৩ সন্তান রেখে গেছেন।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও বলেন, ‘ডা. তানজিলা রহমানকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন চিকিৎসক।’

গতকাল রাত পর্যন্ত সারাদেশে ১ হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।