আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
শাহজালালে প্রায় একমণ সোনা উদ্ধার, বিমান জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার একটি বিমান থেকে প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ৩৭ কিলোগ্রাম (কেজি) সোনার বার উদ্ধার করেছে ঢাকা শুল্ক বিভাগ। এ ঘটনায় ওই বিমানটি জব্দ করা হয়েছে।
ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৮ মিনিটে দুবাইয় থেকে ইকে-৫৮৬ এমিরেটস এয়ার ওয়েজের একটি ফ্লাইট আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের এক যাত্রীর সিটের নিচে তল্লাশি চালালে ১৯ কোটি টাকা মূল্যের ৩৭ কিলোগ্রাম (কেজি) সোনার বার পাওয়া যায়।
ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে বলে জানান শহীদুজ্জামান সরকার।