ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল তিন নারী শ্রমিকের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুরে সায়েদাবাদ-গাজীপুরগামী বলাকা বাসের প্রতিযোগিতায় তিন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় একটি রিকশায় ধাক্কা দিলে ওই তিন নারী শ্রমিক মারা যায়।
কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, বাসের ধাক্কায় তিনজনের নিহতের বিষয়টি শুনেছি।
তিনি আরো জানান, দুই বাসের প্রতিযোগিতার সময় ঘটনাস্থলেই এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় অন্যদের ঢাকা মেডিকেলে নেয়ার পথে অপর দুই নারীর মারা যায়।
তবে শাহজাহানপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মাবুদ জানান, ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা পথিমধ্যে মারা গেছেন কি না সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।