ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
রাজধানীতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ৩ সদস্য আটক
- ১১ ডিসেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করেছ গোয়েন্দা পুলিশ (সিআইডি)। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাদের আটক করা হয়।
সিআইডির এডিশনাল এসপি (অর্গেনাইজড ক্রাইম) মোহাম্মদ রায়হান শুক্রবার সকালে জানিয়েছেন, উত্তরা, বনানী ও কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।