ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, পুলিশের রাবার বুলেট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। তবে এখনো সংঘর্ষের প্রকৃত কারণ জানা যায়নি। বৃহস্পতিবার বিকেলে নিউ মার্কেটের নূরজাহান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান, নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরস্পরের দুর্ব্যবহারের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নূরজাহান মার্কেটের নিচে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে।
এদিকে এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। তবে সর্বশেষ বিকেল ৫ টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে এই সংঘর্ষে নীলক্ষেত থেকে সাইন্সল্যাব পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।