আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিককে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: অবশেষে বাংলাদেশ থেকে বিদায় নিলেন পাকিস্তানের বিতর্কিত কূটনীতিক ফারিনা আরশাদ। তার বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গিকার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে এর আগে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সম্প্রতি গ্রেপ্তার সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে গোয়েন্দা পুলিশ।
এক সময় পাকিস্তানে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা ইদ্রিস ঢাকার হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে পাকিস্তান হাইকমিশনের ফারিনার সঙ্গে যোগাযোগ ও তার কাছ থেকে টাকা পাওয়ার তথ্য দেন।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের পক্ষ থেকে জঙ্গি মদদে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ প্রকাশ্যে আসে।
তবে গত ষোল ডিসেম্বর এক প্রতিবাদ লিপিতে ওই সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করে পাকিস্তান হাই কমিশন।