শিরোনাম :

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

হাইকোর্ট মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১৫

Road-1নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাইকোর্ট এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সদরঘাট থেকে ছেড়ে আসা একটি ৭ নাম্বার বাস (ঢাকা মেট্রো-জ- ১৪-১৪০৫) বেপরোয়া গতিতে গাবতলীর দিকে যাচ্ছিল। রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে চলমান বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইকোর্ট এলাকায় রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসটির কমপক্ষে ১৫জন যাত্রী আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।