পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান, ব্যর্থ সরকার ও ইসির পদত্যাগ দাবি বিএনপির

1নিজস্ব প্রতিবেদক: ভয়ভীতি দেখিয়ে পৌর নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে এই নির্বাচনে ‘সাংবিধানিক দায়িত্ব’ পালনে চরমভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পৌর নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেনা মোতায়েনে বিএনপির দাবি মানা হয়নি।’ মির্জা ফখরুল এ সময় ব্যর্থতার দায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, ‘বিএনপির ওপর নির্বাচন চাপিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করেছে। তাদের অধীনে কোনো দিনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, পৌর নির্বাচনই ফের প্রমাণ করল।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে জোরপূর্বক বিএনপি প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিজয়ী প্রার্থীকে পরাজিত করানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের ওপর মারাত্মক চাপ তৈরি করা হয়েছে। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘একের পর এক বিএনপির দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন সরকারের যোগসাজসে একটি নজিরবিহীন, ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য নির্বাচন করেছে। সরকারের উদ্দেশ্য ছিল দলীয় প্রতীকে তথাকথিত নির্বাচন করে দেশে-বিদেশে তাদের জনপ্রিয়তা প্রমাণ করা।’

মির্জা ফখরুল বলেন, ‘সেই নীলনকশার নির্বাচনে সরকার তাদের অনুগত নির্বাচন কশিমন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে। এই নির্বাচনের মাধ্যমে প্রকৃতপক্ষে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন সরকারের, নির্বাচন কমিশনের, নির্বাচন প্রক্রিয়ার এবং গণতন্ত্রের।’

এ সময় তিনি ভোটের দিনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, ‘বিএনপি ও ২০-দলীয় জোট গতকাল অনুষ্ঠেয় পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করছে।’

Print Friendly, PDF & Email