আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন জনি (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধ হয়।
র্যাবের দাবি, জনি রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে তিনটি হত্যাসহ ধর্ষণ ও ডাকাতির অন্তত ১৫টি মামলা রয়েছে।
র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার লুৎফুল কবির বলেন, রাতে ইস্টার্ন হাউজিং এলাকায় আল-আমিনকে তল্লাশির জন্য থামতে বলা হলে র্যাব সদস্যদের লক্ষ্য করে তিনি গুলি করেন। গুলিবর্ষণে আশপাশ থেকে তার সহযোগীরাও অংশ নেন।
র্যাবও পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছেন র্যাব কর্মকর্তা খন্দকার লুৎফুল কবির।