শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ঢাকার একটি ভবনে ফাটল, হেলে পড়েছে আরেকটি

001নিজস্ব প্রতিবেদক :  ভূমিকম্পে পুরানো ঢাকার মাজেদ সর্দার লেনের সুইপার কলনীতে একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। এছাড়া শাখারী বাজারে আরেকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, সকালে খবর পেয়ে মাজেদ সরদার লেনের ওই ছয় তলা ভবনে লোক পাঠানো হয়। সরে জমিনে দেখা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কলোনির মধ্যে ওই ভবনের পূর্ব ও পশ্চিম দিক ফাঁকা। দক্ষিণের একটি অংশ পাশের আরেকটি ভবেনের সঙ্গে লেগে আছে। ব্রজেন কুমার সরকার আরও জানান, ভূমিকম্পের পর শাঁখারীবাজার এলাকার ৬২ নম্বর হোল্ডিংয়ে পুরনো এক বাসায় ফাটল দেখা দেয়ার খবর পেয়ে সেখানেও লোক পাঠানো হয়।