আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ডিউটি শেষে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় রফিকুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শ্রাবণ পরিবহন নামের একটি বাস সজোরে ধাক্কা দিলে তিনি আঘাতপ্রাপ্ত হন।
পরে আহত অবস্থায় রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, নিহত পুলিশ সদস্য রফিকুল ইসলাম রাজারবাগে কর্মরত ছিলেন। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।