আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
গাবতলীতে সৌদিয়া গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে সৌদিয়া পরিবহনের একটি গাড়ি থেকে দশ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
সৌদিয়া পরিবহনের চট্ট মেট্রো-ব-১১-০৬৭০ নম্বরের যাত্রীবাহী বাস থেকে বৃহস্পতিবার ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম।
মাকসুদুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকায় আসছে ও গাবতলী এলাকায় বাস থেকে ইয়াবার চালান আনলোড করা হবে। এমন খবর পেয়ে র্যাব-৪ এর একটি আভিযানিক দল গাবতলী এলাকার দ্বিপনগরে আফতাব অটোমোবাইলস লিমিটেডের সামনে অবস্থান নেয়। এরপর সৌদিয়া পরিবহনের গাড়িটি ঐ এলাকায় পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালানোর চেষ্টা করে।’
‘এ সময় হেলপার মো. গিয়াস উদ্দিন (২৮), ড্রাইভার মোহাম্মদ ওবায়দুল হক (৪৫), সুপার ভাইজার মো. মোস্তফাকে (৫৫) আটক করে বাসটিতে তল্লাশী চালানো হয়। ড্রাইভিং সিটের সামনের ডেস্ক বোর্ডের পিছন থেকে সাদা পলিথিনের প্যাকেটের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’
এ অভিযোগে সৌদিয়া পরিবহনের গাড়িটি জব্দ করা হয় এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মাকসুদুল আলম।