ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা গণজাগরণ মঞ্চের
- ১৫ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২০শে জানুয়ারি পাকিস্তানি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কার করায় দেশটির বিরুদ্ধে সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে এ বিক্ষোভ কমসূচি করা হয়। পরে শাহবাগ থেকে একটি মশাল মিছিল টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।