শিরোনাম :

  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

রাজধানীতে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

kupiye-choraনিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার পশ্চিম সানারপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক গিয়াসকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ডেমরা তাঁতীপুর পুস্কনিরপাড় এলাকা থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে।
দুপুর পৌনে ১টায় ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘শুক্রবার রাত ১১টার দিকে এনামুল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা পশ্চিম সানারপাড়ার একটি বাগানের ভেতর তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।’
ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরেই এনামুলের বাসা বলে জানান তিনি।
থানা সূত্র আরো জানায়, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা রয়েছেন। আলামত খুঁজে দেখা হচ্ছে।