ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
চাঁদা না পেয়ে ফেনীতে হিন্দুদের ঘর-বাড়িতে ক্ষমতাসীনদের অগ্নিসংযোগ-লুটপাট
- ১০ ডিসেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিনিধিঃ ফেনী জেলার সদর উপজেলার দলিয়ার পাল পাড়ায় এক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা ওই বাড়ির হাঁস-মুরগীসহ বিভিন্ন মালামাল লুটপাট করে।
হামলায় আটজন আহত হয়েছেন। ঘটনার পর আক্রান্তরা থানায় মামলা দায়ের করলে হামলাকারীরা অস্ত্রসহ বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।