ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
প্রচারণা থেকে ফেরার পথে খাগড়াছড়িতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. বাদশাহ মিয়ার নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তার নাম মো. নজরুল ইসলাম (৪০)। তিনি উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাটিরাঙা উপজেলার ৪নং পৌর ওয়ার্ডের আর্দশগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. বাদশাহ মিয়ার নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় আর্দশগ্রাম এলাকায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।