শিরোনাম :

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

নোয়াখালী-নওগাঁয় মা-মেয়েসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

নিউজ ডেস্ক |
নোয়াখালী ও নওগাঁয় বাস ও ট্রাকচাপায় মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছে। রোববার রাত ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে দশটার দিকে আফানিয়া এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে মো. টিপু (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি বেগমগঞ্জ উপজেলায়। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। একই ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে জেলা শহরের মাইজদী থেকে ঢাকা অভিমুখী একটি বাস কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক আফানিয়া এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহীর তিনজন ঘটনাস্থলে নিহত হন এবং বাকি একজন মারাত্মকভাবে আহত হন।
ওসি আবদুস সামাদ আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তিনজনের লাশ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
নওগাঁ: নওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ডাক্তারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি সরোয়ারদী জানান, সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বটতলী ডাক্তারের মোড় এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই ওই মা ও মেয়ের মৃত্যু হয়।
এসময় আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।