শিরোনাম :

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে পুড়ে ১০ জন কয়লা

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরে একটি ফ্যান কারখানায় আগুনে পুড়ে ১০ জন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদত।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় দরজার কাছে। এ সময় শ্রমিকরা ভেতরে চলে গেলে আটকা পড়ে নিহত হন ১০ জন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের তিনদিনের মাথায় গাজীপুরের কারখানায় এই আগুনের ঘটনা ঘটলো। কেরানীগঞ্জের আগুনে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।