ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
নারায়ণগঞ্জের করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি |
নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনার উপসর্গ নিয়ে মহিউদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের পক্ষ থেকেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত মহিউদ্দিন ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার মৃত আলেক চাঁন বেপারীর বড় ছেলে। তিনি ইটখোলার ব্যবসায়ী ছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মহিউদ্দিনের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। একই সঙ্গে তিনি কিভাবে আক্রান্ত হয়েছে তারও খোঁজ খবর নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ ওই এলাকার জনসাধারণকে সচেতন হওয়ার জন্য মাইকিং করেছে। কেউ যেন ঘরের বাহির না হয় এজন্য বার বার অনুরোধ করা হয়েছে।