ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
শাহজাদপুরে ১১৬ বস্তা চাল উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি |
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজির আরও ১১৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ডিলার উলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরআগে, একই ডিলারের প্রতিবেশির বাড়ি থেকে ৩৫৭ কেজি চাল উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ শামসুজ্জোহা গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈজুরী বাজারে অবস্থিত ডিলার আলাউদ্দিনের গুদামে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি মূল্যের ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলার আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা ফুড ইন্সপেক্টর রওশন আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাতাব হোসেন ও কৈজুরি ইউনিয়নের সচিব মহব্বত হোসেন।

ইউএনও আরও বলেন, নতুন ডিলার নিয়োগ হওয়ার পর তার মাধ্যমে এ চাল কার্ডধারী সুবিধা ভোগীদের কাছে ১০টাকা কেজি দরে বিক্রির ব্যবস্থা করা হবে।
এদিকে ওই ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটির প্রধান করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে চেয়ারম্যানকে বাদ দিয়ে কমিটি গঠন করার জোর দাবি জানিয়েছেন।