ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে আম ঝরে গেছে প্রায় ২৫ শতাংশ
রাজশাহী প্রতিনিধি |
বিভাগীয় শহর রাজশাহীতে ও চাপাইনবয়াবগঞ্জে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘আম্পান’। প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি ছাপ ফেলে গেছে রাজশাহীতেও।
রাতের আঁধারে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে উপজলা পর্যায়ে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় সাইনবোর্ড হেলে পড়েছে। রাজশাহী ও চাপাইয়ের বিভিন্ন বাগানে থাকা প্রায় ২০ থেকে ২৫ শতাংশ আম ঝরে পড়েছে মাটিতে। এছাড়া ঝড়ের সময় এক নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে মনোয়ারা বেগম (৪২) নামে ওই নারীর মৃত্যু হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী। বাড়ির পাশে আম গাছের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তিনি করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টিনে ছিলেন।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক বলেন, বুধবার রাত থেকে রাজশাহীর বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে। রাতে তারা জেলা প্রশাসককে ২০ থেকে ২৫ শতাংশ আম ঝরে পড়ার প্রাথমিক তথ্য জানিয়েছেন।
শহর এলাকায় ২০ শতাংশ এবং রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় গিয়ে ২৫ শতাংশ আম ঝরেছে। আরো কয়েকটি উপজেলার ঘুরে দেখা হবে তারপরে দিন শেষে একটি ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও উল্লেখ করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক।