ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
আন্দোলনরত তিন ছাত্র নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক |
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা ধর্ষণ মামলার আসামি। রোববার তাঁদের তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
এই তিনজন হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও মো. সোহরাব হোসেন এবং সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মো. নাজমুল হুদা। এর মধ্যে সাইফুল ও নাজমুল ওই ছাত্রীর করা মামলার আসামি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, এই তিনজনকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।