আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিঃ ইবি শিক্ষার্থীকে বহিষ্কার
ইবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ছাত্র শৃঙ্খলা কমিটির এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান নিশ্চিত করেছেন।
শৃঙ্খলা কমিটির জরুরী ওই বৈঠকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন ও রেজিস্টার এস এম আবদুল লতিফের উপস্থিতিতে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার তাকে সাময়িক বহিস্কার করেন।
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার জানান, প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে আমরা ওই শিক্ষার্থীকে আপাতত সাময়িক বহিষ্কার করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।