ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভা
সরকারি সহায়তা না দিলে আন্দোলনের ঘোষণা
টঙ্গী প্রতিনিধি |
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে রোববার টঙ্গীর লেসন স্কুলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় চলমান মহামারী করোনার দুর্যোগ পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রাখায় উপস্থিত সকলেই চরম উদ্বেগ প্রকাশ করেন। চলমান দীর্ঘমেয়াদী অচলায়তনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক কর্মচারীরা নিদারুণ আর্থিক দুর্দশায় পড়েছেন। সংকটাপন্ন কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুলগুলোর অস্তিত্ব রক্ষার জন্য সরকারি আর্থিক সহায়তার দাবি জানান নেতৃবৃন্দ । এজন্য স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গাসিক মেয়র ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান এবং প্রয়োজনে দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।