আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
নানা আয়োজনে চবির ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চবি প্রতিনিধি: ৫৮ বছর পার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। এবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা আয়োজনে দিবসটি পালন করছে।
দিনের শুরুতে সকাল ১০টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কর্মসূচি। এরপর ১০ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন এবং ১০ টা ৪০ মিনিটে কেক কাটা হয়।
এরপর বেলা ১১ টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা, সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য বেণু কুমার দে। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন চবি এলমনাই এসোসিয়েশনের সভাপতি ড.মো আবদুল করিম।
উপ-উপাচার্য তার বক্তব্যে চবিকে প্রাচ্যের হার্ভার্ডে পরিণত করার স্বপ্ন পূরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি উপাচার্য ড. শিরিন আক্তার তার বক্তব্যে বলেন, ” আমরা বিশ্ববিদ্যালয়ের মানকে সমুন্নত রেখে কিভাবে র্র্যাঙ্কিংয়ে আরও ভাল করা যায় সেই চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার উন্মুক্ত কেন্দ্র। এখান থেকেই বেরিয়ে আসবে আগামীর সম্ভাবনা।