বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রানজিট শিগগিরই: অর্থ প্রতিমন্ত্রী

00001বেনাপোল প্রতিনিধি: অচিরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট চালু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত উভয়ই চায় ট্রানজিট চালু হোক। এটি নিয়ে দুই দেশ উচ্চপর্যায়ে আলোচনা করেছে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে যশোরের বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ, আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের নিয়ে এক সুধী সমাবেশে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশের প্রতিবাদ্য বিষয় ছিল ‘ডিজিটাল কাস্টমস ক্রমবর্ধমান অংশগ্রহণ’। যশোরের কাস্টমস কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বেনাপোল কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান। বক্তব্য দেন বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুল হক, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, নুরুজ্জামান ও এমদাদুল হক লতা।

Print Friendly, PDF & Email