• মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর দ্বিতীয়বারের মতো sona-2 সোনার দাম বাড়ছে। সব ধরনের সোনার দর ভরিতে এবার বাড়ছে ১,২২৫ টাকা, যেটি আগামী শনিবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিবৃতিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।
বলা হয়েছে, সোনার দাম বাড়ায় ভালো মানের সোনার ভরি দাঁড়াচ্ছে ৪৩,৭৪০ টাকা। সোনার পাশাপাশি রুপার দাম ভরিতে ৫৮ টাকা বাড়িয়েছে সমিতি।
সর্বশেষ গত ১৩ জানুয়ারি সোনা-রুপার দাম বাড়িয়েছিল বাজুস। সব মিলিয়ে বছরের প্রথম ৩৭ দিনেই সোনার দাম ভরিতে ২,৪৫০ টাকা বাড়তে যাচ্ছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৩,৭৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪১,৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৪,৯৯২ টাকা ভরি।

সনাতন পদ্ধতির সোনার ভরি ২৩,৯১১ টাকা দাঁড়াবে। আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি হবে ৯৯১ টাকা।

আগামীকাল শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪২,৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০,৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩,৭৬৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দর ২২,৬৮৬ টাকা। ৯৩৩ টাকায় বিক্রি হবে প্রতি ভরি রুপা।

জুয়েলার্স ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১.৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭.৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।

Print Friendly, PDF & Email