ফেনী চেম্বারের নেতৃত্বও বিনাপ্রতিদ্বন্দ্বিতায়!

ফেনী প্রতিনিধিঃ আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের ২০১৯-২১ পরিচালনা পর্ষদের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচন সম্পন্নহয়েছে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার ৯মে। এ দিন আয়নুল কবির শামীমের নেতৃত্বে সাধারণ সদস্য পদে ১০ জন, সহযোগী সদস্য পদে ১৩ জন ও গ্রুপ সদস্যপদে একজন মনোনয়নপত্র দাখিল করেন। ফেনী চেম্বারের সম্মেলন কক্ষে নির্বাচন বোর্ডের সদস্য সাংবাদিক মীর হোসেন মীরু ও এড: নুর হোসেনের নিকট সবকটি পদে একক প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সাধারণ সদস্য পদে এককভাবে মনোনয়ন পত্র দাখিল কারীরা হলেন- আয়নুল কবির শামীম, আবদুর রইছ কাইজার, সাইফুর রহমান সাইফু, মো. ফরিদ উদ্দিন আহমেদ পাঠান, ড. বেলাল উদ্দিন আহম্মেদ, লোকমানুর রহমান ফরাজী, আনোয়ার হোসেন ভূঞা, মো. রাশেদুল হক হাজারী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, মো. নুর আজম। সহযোগী সদস্যপদে একক মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আলহাজ্ব আবুল কাশেম, আবদুল গোফরান বাচ্চু, মো. গোলাম ফারুক বাচ্চু, গোলাম মাওলা, জালাল উদ্দিন বাবলু, সহিদ উল্যাহ হাজারী, বজলুল করিম মজুমদার হারুন, মজিবুর রহমান সোহেল, সিরাজুল ইসলাম পাটোয়ারী, একরামুল হক চৌধুরী, তোফাজ্জল হোসেন ছুট্রু, সাইফুদ্দিন আহম্মেদ জিতু, বিলাস চন্দ্র সাহা ও গ্রুপ সদস্য পদে গিয়াস উদ্দিন আহাম্মদ বুলবুল।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে ০৯ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যাচাই-বাছাই শেষে সবকটি পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ০৮ জুনের আগেই বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন একক ভাবে মনোনয়নপত্র দাখিলকারীরা। ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ নির্বাচন বোর্ডের সদস্য সাংবাদিক মীর হোসেন মীরু ও এডভোকেট নুর হোসেন সবকটি পদে একক প্রার্থী হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email