আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রিজার্ভ আটকে তালেবানকে চাপে ফেলার কৌশল যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক ।
তালেবানের কাছে অপদস্থ হয়ে আফগানিস্তান ছাড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে চাপে ফেলতে চাইছে নয়া তালেবান সরকারকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা যেকোনো আফগান রিজার্ভের অর্থ তালেবানকে গ্রহণের সুযোগ দেওয়া হবে না। সোমবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা বলেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে থাকা আফগান সরকারের কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো সম্পদ তালেবানকে হাতিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।’
বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল পুনরুদ্ধার করে তালেবান যোদ্ধারা।
তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকারকে যে বড় চ্যালেঞ্জটির মুখোমুখি হতে হবে, সেটা হলো দেশটির অর্থনীতি সামলানো। ভঙ্গুর অর্থনীতির দেশ আফগানিস্তান এতদিন অনেকটা পশ্চিমা সাহায্য নির্ভরশীল ছিল।
এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আটকে দেওয়ার মার্কিন ঘোষণা তালেবান সরকারের জন্য যে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না।
ডিএন/এফআর