ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
অস্ট্রেলিয়ায় মুসলিমবিরোধী বিক্ষোভকারীকে পদাঘাত
আন্তর্জাতিক ডেস্ক, দেশনিউজ.নেট: অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ইসলামবিরোধী এবং বর্ণবাদ বিরোধী সংগঠনের বিক্ষোভ চলাকালে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ অন্তত ৩০০ বিক্ষোভকারীকে লক্ষ্য করে মরিচের গুড়া নিক্ষেপ করেছে।
শনিবার এই বিক্ষোভ চলাকালে মেলবোর্নের শহরতলীর কোবার্গ থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্ট্রেলিয়ার পতাকা হাতে নিয়ে অনেক বিক্ষোভকারী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একটি ঘটনায় ইসলাম বিরোধী সংগঠন ইউনাটেড প্যাট্রিয়টস ফ্রন্টের একজন সদস্য মাটিতে পড়ে গেলে তাকে বর্ণবাদবিরোধী কর্মীরা একের পর লাথি মারতে থাকে।
প্রতিদ্বন্দ্বী দুটি সংগঠনকে বিক্ষোভের অনুমতি দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার অন্যতম বড় অর্জন হচ্ছে বহু সংস্কৃতি ও বৈচিত্র।
ইসলামিক স্টেটের উত্থানের পর থেকে অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার সংখ্যা বেড়েছে।
সূত্র: আলজাজিরা