• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নৃশংস সেনা অভিযানে রাখাইনে ১৭৬ গ্রাম জনমানবশূন্য

news_2017-09-08_1_17_bনিউজ ডেস্ক:  চলমান নৃশংস সেনা অভিযানের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র জ হতয় এক বিবৃতিতে জানান, রাখাইন রাজ্যে সর্বমোট ৪৭১টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। তারা দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি জ হতয়। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চাইলে অবশ্যই সবাইকে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যাচাইবাছাই করা হবে।

Print Friendly, PDF & Email