আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
সিরিয়ায় অভিযানে তুরস্কের ৪১ সেনা নিহত
নিাজস্ব প্রতিবেদকঃ যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার আফরিনে অভিযানের সময় তুরস্কের অন্তত ৪১ সেনাসদস্য নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় অভিযান চালাচ্ছে তুরস্ক।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন চানিক্লি ইস্তাম্বুলের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় এ ঘোষণা দেন। তিনি বলেন, ৯৫টি গ্রাম এ পর্যন্ত তুর্কি সেনাদের দখলে এসেছে। ফ্রি সিরিয়ান আর্মির ১১৬ সদস্য নিহত হয়েছে।
সিরিয়া সংকট শুরুর পর থেকেই ফ্রি সিরিয়ান আর্মিকে তুর্কি সরকার মদদ দিয়ে আসছে এবং এ গোষ্ঠীকে তুরস্ক ও তার আঞ্চলিক এবং পশ্চিমা মিত্ররা মধ্যপন্থী গেরিলা মনে করে।
তুরস্ক বলছে, মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজির বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা। এ গোষ্ঠী তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
সিরিয়া সরকার বলছে, বিনা অনুমতিতে আফরিনে অভিযান চালিয়ে তুর্কি সরকার সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। গত কয়েকদিন আগে সিরিয়ার সরকার আফরিনে নিজের অনুগত যোদ্ধা পাঠিয়েছে।