মানুষের সঙ্গে উন্নত সম্পর্কের উদাহরণ হচ্ছে বাংলাদেশ-ভারত : রিভা গাঙ্গুলী

চট্টগ্রাম প্রতিনিধি: ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সোনালি অধ্যায় চলছে। বাংলাদেশে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। ভবিষ্যতে আরও উন্নয়নকাজে অংশ নিতে আগ্রহী। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই তা সম্ভব হচ্ছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রোববার পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে নির্মিতব্য স্থলবন্দর ও নির্মাণাধীন ফেনী নদীর ওপর ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন শেষে যাত্রাপথে ফটিকছড়ি আসেন ভারতীয় হাইকমিশনার।

রীভা গাঙ্গুলী দাশ বলেন, মানুষের সঙ্গে উন্নত সম্পর্কের উদাহরণ হচ্ছে বাংলাদেশ-ভারত। এ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। বাংলাদেশে স্থলবন্দর সড়ক প্রকল্পের কাজ অনেক এগিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অনেক মজবুত হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, মাইজভান্ডার দরবার শরিফ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রেখেছে। সেটি জেনে আমি খুব খুশি হয়েছি। ভারতও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে এগিয়ে এসেছে। এটি বাংলাদেশ মনে রেখেছে।

মতবিনিময় সভায় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি সভাপতিত্ব করেন। বক্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সোলায়মানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম তৈহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক চৌধুরী, তরিকত ফেডারেশনের উপদেষ্টা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

Print Friendly, PDF & Email