• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

খাঁচার মেঝেতে ২০ মিনিট ধরে পড়েছিলেন মুরসি, হত্যা করা হয়েছে তাঁকে!

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। মুরসির বন্ধু ও সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিশরের সাবেক ওই প্রেসিডেন্টকে যথাযথভাবে প্রাথমিক চিকিৎসা দেননি। গত সোমবার কায়রোতে শুনানির সময় অসুস্থ হয়ে মারা যান মুরসি।

মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি অসুস্থ হয়ে আদালতের খাঁচার মেঝেতে ‘২০ মিনিট ধরে পড়েছিলেন’।

মুরসির কাছের লোকজন সাহায্যের আবেদন জানালেও কারাগারের রক্ষীরা অসুস্থ হয়ে পড়ে থাকা মুরসির সহায়তায় কোনো পদক্ষেপ নেননি।
৬৭ বছরের মুরসি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও লিভার রোগে ভুগছিলেন। বিদেশি শক্তি ও জঙ্গি গোষ্ঠীকে সহায়তার অভিযোগের পুনর্বিচারের শুনানিতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান।

Print Friendly, PDF & Email